ফ্রিলান্সিং করার জন্য কিছু বহুল পরিচিত মার্কেটপ্লেস আছে। মার্কেট বলা হয় কারণ এসব জায়গায় বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতারা একাউন্ট খোলে। ক্রেতাদের উদ্দেশ্য হল, কাজ করায় নেয়া, আর বিক্রেতাদের কাজ হল তারা যা যা পারবে সেটার বিষয়ে সব কিছু লিখে সেখানে তাদের অভিজ্ঞতার কথা ছড়ানো। এসব মার্কেটপ্লেসে কিন্তু কোন পণ্য বিক্রি হয় না। অবশ্য চাইলে সেটাও করা সম্ভব।
মার্কেটপ্লেসকে ফেসবুকের সাথে তুলনা করলে, দেখবেন - ফেসবুকে ভালো ছবি, আকর্ষনিয় স্টেটাস আর অনেক ফ্রেন্ড করলে যেমন একটা মানুষ অনেক পরিচিত হয়ে যায়। তেমনি মার্কেটপ্লেসে সব সময় সক্রিয় (Active) থাকলে, যা কাজ পাবেন সেটা ঠিক ভাবে করে দিলে, একটা ভালো মতামত (comment) পাবেন ক্রেতার কাছ থেকে, যা আপনাকে ভবিশ্যতের কাজ পেতে সাহায্য করে অনেক বেশি, আর যত বেশি ভালো মন্তব্য তত বেশি পরিচিতি আর ভালো কাজ করে দিলে, ঐ ক্রেতা পরবর্তিতে আপনাকেই খুজবে কাজ করানোর জন্য, এ জন্য আপনাকেও সক্রিয় থাকতে হবে। সবশেষে ভালো মন্তব্য আর ভালো কাজ দিলে, আপনিও হয়ে উঠতে পারেন বিখ্যাত একজন বিক্রেতা। আর পুরোটা ফেসবুকের মত নয়, তবে ফেসবুকের সাথে তুলনা করলাম, কারণ এখন ফেসবুক চালায় না এমন মানুষ খুবি কম দেখা যায়। আর ফেসবুক চালাতে কোন ইংরেজি জানার দরকার হয় না। কিন্তু মার্কেটপ্লেসে ইংরেজী ছারা ক্রেতার সাথে আলোচনাই করতে পারবেন না, তাই অন্তত (Communicative English) জানা লাগবে, যেটা দিয়ে আপনি ক্রেতার কথা বুঝবেন, আর তাকে সঠিকভাবে কাজ দিতে সক্ষম হবেন। ইংরেজি না জানা থাকলে, সমাধান আছে একটা, কিন্তু এটা যথেষ্ট নয়। আবার বিপদের বন্ধু হবে এটাই।
ইংরেজী থেকে বাংলা, আর বাংলা থেকে ইংরেজী এর জন্য
- প্রথমে Google Translate এ যেতে হবে
- তারপড় সেখান থেকে Translate করতে হবে
এভাবে বাংলা থেকে ইংরজীতে ও ইংরেজী থেকে বাংলা করা যায়। বাংলা তো সবাই বুুঝি কিন্তু ইংরেজীতে ট্রান্সলেট করার সময়, অনেক ভুল বের হয়। তাই এটা শুধু বুঝার জন্যই ব্যবহার করা দরকার, কোন গুরুত্বপূর্ণ কাজের জন্য এটা না ব্যবহার করাই ভালো।
কিছু মার্কেটপ্লেস এর নাম হল
Upwork হল বিশ্বের সবথেকে বড় মার্কেটপ্লেস। এখানে একাউন্ট খোলার পর ভেরিফিকেশন হয়। ভেরিফিকেশনে যদি দেখা যায় যে তার কিছু জিনিস, মানে অভিজ্ঞতা আছে যা তাদের দরকার। সে ক্ষেত্রেই শুধু তারা একাউন্ট একটিভ করে দেয়। Upwork এর আগে Odesk নাম ছিল। আরও অনেক তথ্য দেওয়া হবে পরবর্তীতে।
Fiverr হল বর্তমানে বাংলাদেশের বহুল পরিচিত একটি মার্কেটপ্লেস। এখানে খুব সহজে কাজ পাওয়া যায়। তাই এটার বিষয়ে আরো একটা পোষ্ট আছে। পোষ্টটি দেখতে এখানে ক্লিক করুন
EmoticonEmoticon